বিআরটিএ থেকে রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠানের এ্যাপস্ ব্যবহার করে রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্ত মোটরকার, জিপ, মাইক্রোবাস ও এ্যাম্বুলেন্স (মোটরসাইকেল ব্যতীত) চলাচলের অনুমতি সংক্রান্ত।
বিআরটিএ ঢাকা ও চট্টগ্রাম বিভাগরে আওতাধীন সকল সার্কেল হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুন:
বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বিআরটিএ'র একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম, যার মাধ্যমে এখন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যায়। বিএসপিতে যাওয়ার জন্য http://bsp.brta.gov.bd লিংকটিতে ক্লিক করুন।