অদ্য ২০.০৭.২০২৫ তারিখ সারাদেশে একযোগে ইকনোমিক লাইফ উত্তীর্ণ বাস,মিনিবাস,ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ ও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট কোর্টের মাধ্যমে ৪৯৫টি মামলায় ১১,৬৪,১৫০/ ( এগার লক্ষ চৌষট্টি হাজার একশত পঞ্চাশ ) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২০টি গাড়ীকে ডাম্পিং ষ্টেশনে প্রেরন করা হয়।