Wellcome to National Portal
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২১

রাইডশেয়ারিং সেবাদানকারী মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু ও নবায়ন

 

সেবা গ্রহণের প্রক্রিয়া (মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু)

  • রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা-2017 অনুযায়ী বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল;
  • বিআরটিএ কর্তৃক দাখিলকৃত আবেদন যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন;
  • মোটরযান মালিক কর্তৃক ঘরে বসেই রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রিন্ট।

 

সেবা গ্রহণের প্রক্রিয়া (মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট নবায়ন)

  • রাইডশেয়ারং সার্ভিস নীতিমালা-2017 অনুযায়ী এনলিস্টমেন্ট সার্টিফিকেট নবায়নের জন্য নির্ধারিত ফি ব্যাংকে জমা প্রদান;
  • বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল;
  • বিআরটিএ কর্তৃক দাখিলকৃত আবেদন যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন;
  • মোটরযান মালিক কর্তৃক ঘরে বসেই রাইড সেবাদানকারী মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রিন্ট।

 

প্রয়োজনীয় কাগজপত্র (মোটরযান মালিক কর্তৃক সংরক্ষণ করতে হবে)

  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট;
  • হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে);
  • হালনাগাদ ট্যাক্সটোকেন;
  • চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স;
  • মালিক ও চালকের উভয়ের জাতীয় পরিচয়পত্র;
  • মালিকের টিআইএন সার্টিফিকেট।